সম্পাদনা : অলোক বিশ্বাস
কোভিড ও লকডাউনের পর ধীরে ধীরে হলেও সব কিছু স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিক হচ্ছে মানুষের জীবনযাত্রা, বাজার হাট। কিন্তু সমস্যা আমজনতার হাতে পয়সা নেই। তাই স্বাভাবিক হলেও অস্বাভাবিক থাকছে সব কিছু। মহামারি কোভিডের জন্য দু’বছর পুজোর বাজার জমেনি। তাই তাঁত হাটের ব্যবসায়ীরা আশায় বসে আছেন— এ বার আর নিরাশ হতে হবে না। পুজোর আগে হাটে কেনাবেচা হবে জোরদার। কিন্তু তা হচ্ছে কই? প্রশ্ন তাঁত হাটের ব্যবসায়ীদের।