পরিবারে অকাল মৃত্যু, নিজেও মৃত্যুর মুখোমুখি! কোথায় ফিরবে ট্যাংরার কিশোর?
সারা শরীরে অজস্র ক্ষত। কিন্তু মনের আঘাত আরও গুরুতর। সেই মানসিক আঘাত কি সেরে ওঠে? কী হবে ট্যাংরার কিশোরের ভবিষ্যৎ?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৬
Share:
Advertisement
পরিবারে অকাল মৃত্যু। একজন নয়, তিনজনের। গাড়ির ভিতরে দুর্ঘটনার আগে কতটা মানসিক অস্থিরতার মধ্যে কাটিয়েছে ১৪ বছরের কিশোরটি? হাসপাতাল থেকে ফিরে কোথায় যাবে? কোথায় মিলবে ঠাঁই? এই মানসিক আঘাত কাটিয়ে আগামী দিনে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে চোদ্দ বছরের কিশোর।