প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। আজ শনিবার আলিপুর আদালতে তাঁকে পেশ করা হয়। বিচারক সুতীর্থ বন্দ্যোপাধ্যায় ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সৌরভ চৌধুরীর আইনজীবি আদালতে বলেন, ‘‘স্বপ্নদীপের বাবা কোনদিন যাদবপুরে আসেননি। সৌরভ স্বপ্নদীপের বন্ধু বা সিনিয়রও নন। সৌরভের ফোন থেকে কোনও ফোনও করা হয়নি স্বপ্নদীপের পরিবারকে।’’ অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী সৌরিন ঘোষাল বললেন, ‘‘বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বপ্নদীপ ও সৌরভ দুজনের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে।’’
আলিপুর আদালতে এসেছিলেন ধৃত সৌরভের বাবা ও মা। সৌরভের মা প্রণতি চৌধুরী বলেন, ‘‘আমার ছেলে নির্দোষ। ওকে ফাঁসানো হয়েছে।’’ আদালত থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘‘আমি নিরপরাধ।’’