প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
চব্বিশের নির্বাচনের প্রাক্কালে বঙ্গ বিজেপির ‘নীতি’ কী হতে চলেছে, তা পরিষ্কার করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বছর ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রাদেশিক বিজেপি। সেখানে প্রথমে নরেন্দ্র মোদীর আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে যে সংখ্যায় ব্রিগেডের মাঠে ‘সনাতনীদের’ জমায়েত হয়েছিল তাতে অক্সিজেন পেয়েছিলেন সুকান্ত মজুমদারেরা। আর নতুন বছরের শুরু থেকেই সেই একই সুর যেন আরও চড়া গলায় গাইছেন শুভেন্দু অধিকারী। “হিন্দু স্বার্থে যে কাজ করবে, সেই বাংলায় রাজ করবে”, বাবুঘাটে এসে সাধুসন্তদের সাক্ষাৎ পর্ব শেষে এই কথাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা। এখানেই শেষ নয়, ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে ধরনের উন্মাদনা তৈরি হয়েছে, তার ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। সে দিন ঘরে ঘরে পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের যে অনুরোধ করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী, তাকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী।