Suvendu Adhikari

‘ওঁর মতো সৎ রাজনীতিবিদ আর হবেন না’, বুদ্ধদেবের আরোগ্য কামনায় শুভেন্দু

সুকান্ত মজুমদারের পর বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১৯:১৩
Share:
Advertisement

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বললেন হাসপাতালের চিকিৎসক এবং বুদ্ধদেবের সতীর্থ কমরেডদের সঙ্গে। হাসপাতাল থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্য সব থেকে ভাল চিকিৎসা পাচ্ছেন। ওঁর দেখভালের দায়িত্বে যাঁরা রয়েছেন, চিকিৎসক থেকে পার্টি কমরেডরা, তাঁদের সঙ্গে কথা বলেছি। শ্বাসকষ্টের যে সমস্যা রয়েছে, সেটার কিছুটা উন্নতি হয়েছে। ওঁর মতো সৎ রাজনীতিবিদ আর হবেন না। আমরা যাঁরা ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন উনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।” শনিবার বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ আরও অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement