প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুব্রত
আমহার্স্ট স্ট্রিট থানায় পান বিক্রেতা অশোক সিংহের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযানের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা হাই কোর্টের আগামী শুনানি পর্যন্ত অপেক্ষা, সিসিটিভি ফুটেজের বিকৃতি কিংবা ‘ডিলিট’ করে দেওয়ার মতো ঘটনা ঘটলে আরও বড় আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ দিন আদালতের নির্দেশেই অশোক সিংহের দেহ পরিবারের কাছে হস্তান্তর করে এসএসকেএম হাসপাতাল। মধ্য কলকাতার বাড়িতে দেহ নিয়ে আসা হলে সেখানে আসেন শুভেন্দু অধিকারী। কথা বলেন অশোকের স্ত্রী এবং পরিবারের সঙ্গেও। শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে অশোক সিংহের বাড়ি গিয়েছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীও।