প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: সুব্রত ও সুমন, সম্পাদনা: সুব্রত
অগস্ট ১৩, ১৯৬০— আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় দেখা যাচ্ছে ইন্দিরা দেবী চৌধুরানীর প্রয়াণ সংবাদ, শান্তিনিকেতন থেকে সংবাদদাতা লিখছেন: “বাংলা দেশের সংস্কৃতি-আন্দোলনের অন্যতম পুরোধা এই কলাশাস্ত্রপারঙ্গমা বিদগ্ধা মহিলার শেষ নিঃশ্বাস পড়িয়াছে। তাঁহার মৃত্যুতে বঙ্গ-সংস্কৃতির তীর্থভূমি ঠাকুর-বাড়ীর এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটিল।” সেই ইন্দিরা দেবী চৌধুরানীর ১৫০তম জন্মবার্ষিকী। তাঁর অন্দর-বাহির নিয়ে মুখ খুললেন সুপ্রিয় ঠাকুর।