২৫৫৭৩ জন শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ১৬ জুলাই পর্যন্ত চাকরি বহাল রাখল সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশ শোনার পর আন্দোলনকারী শিক্ষকেরা ৬ দিনের অনশন তুলে নিলেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না। তবে এসএসসির ২০১৬ সালের প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের মুচলেকা দিতে হবে। পরে তাঁদের নিয়োগ ‘অবৈধ’ বলে প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। সিবিআই যেমন অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছিল, সেভাবেই তদন্ত চালিয়ে যাবে নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে কোন কঠিন পদক্ষেপ করতে পারবে না সিবিআই।