প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
দ্রুত নিয়োগ করতে হবে স্থায়ী উপাচার্য। সমাধানে নামতে হবে উভয় পক্ষকেই। উপাচার্য নিয়োগ নিয়ে এ বার কড়া সুপ্রিম কোর্ট। তবে অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্তের এ দিনের পর্যবেক্ষণ, “উপাচার্য নিয়োগে আচার্য না রাজ্য, কে উপযুক্ত কর্তৃপক্ষ, এখন আমরা সেই বিচার করছি না। আপাতত অস্থায়ী উপাচার্যেরা কাজ চালিয়ে নিয়ে যাবেন। কিন্তু কী ভাবে স্থায়ী উপাচার্য নিয়োগ করা যাবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।” সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলার সব পক্ষকে নোটিস দিতে হবে। দু’সপ্তাহ পরে মামলাটির ফের শুনানি হবে।