উৎকণ্ঠার অবসান। ভারতীয় সময় ১৯ মার্চ, ভোর ৩টে ২৭। সুনীতা উইলিয়মস আর বুচ উইলমোরকে নিয়ে ফ্লরিডার সমুদ্রে নামে ড্রাগন মহাকাশযানের ক্যাপসুল। সঙ্গে নাসার নিক হেগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ। তার ঘণ্টাখানেক পর একে ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন মহাকাশচারীরা।