প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা রাজ্য। ছাত্রছাত্রী থেকে অধ্যাপক কেউই এই পরিণতি মেনে নিতে পারছেন না। র্যাগিং এর বিরুদ্ধে সরব হচ্ছেন সকলেই। ক্যাম্পাসে দিনভর আন্দোলনের সাক্ষী থাকল যাদবপুর। শুধু কলা বিভাগ নয়, বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরাও অবস্থান বিক্ষোভে সামিল হন, জমা দেন ডেপুটেশনও। আন্দোলনে যোগ দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সংগঠন ফোরাম ফর স্টুডেন্টস অফ ডিজেবিলিটিজও।
স্বপ্নদীপের মৃত্যুর পর থেকেই র্যাগিংয়ের অভিজ্ঞতার নানান বয়ান উঠে আসছে যাদবপুর থেকে। এ দিন দৃষ্টিশক্তিহীন এক পড়ুয়া জানালেন বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তাঁর সঙ্গে ঘটা র্যাগিংয়ের গল্প। দিন সাতেকের অভিজ্ঞতা কোনও দিন ভুলতে পারবেন না বর্তমানে বিএড প্রথম বর্ষের ছাত্র তাহসিমুল। র্যাগিংয়ের প্রতিবাদ করায় তাঁদের গোটা ব্যাচকে হস্টেলে কার্যত বয়কট করেছিলেন বাকি আবাসিকেরা, দাবি করছেন তিনি। তাহসিমুল যখন তাঁর অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন, তখন পিছনে প্রতিবাদী পড়ুয়াদের ভিড়। দাবি একটাই, আর যেন কোনও স্বপ্নদীপের স্বপ্নের মৃত্যু না হয় এ ভাবে।