প্রতিবেদন: সুদীপ্তা ও প্রচেতা, সম্পাদনা: বিজন
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান প্রয়াত। বয়স হয়েছিল ৫৬ বছর। গত ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিটে প্রয়াত হলেন তিনি। রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে। বুধবার রবীন্দ্র সদনে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হল উস্তাদ রাশিদ খানকে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বদায়ূঁতে সমাধিস্থ করা হবে তাঁর দেহ।