প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
বকেয়া মহার্ঘ ভাতা-সহ চার দফা দাবিতে ধর্মতলার ওয়াই চ্যানেলে দু’দিনের অবস্থান বিক্ষোভ শুরু করল রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, অথচ রাজ্য সরকারের কর্মীরা মাত্র ৬ শতাংশ ডিএ পান। আন্দোলনকারীদের দাবি, মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার হলেও তার দাবিতে বার বার পথে নামতে হচ্ছে।