গান্ধী মূর্তির পাদদেশে পাশাপাশি দু’টি শিবিরে এসএসসি চাকরিপ্রার্থীরা তাঁদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একটি শিবিরের প্রতিনিধিরা ২৯ জুলাই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ডাকে তাঁর ক্যামাক স্ট্রিটের দফতরে বৈঠকে যোগ দেন। যুব ছাত্র অধিকার মঞ্চর ব্যানারে আন্দোলনরত অপর শিবিরের দাবি, সেই বৈঠকে আমন্ত্রণ পাননি তাঁরা। আগামী ৮ আগস্ট রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে এসএলএসটি চাকরিপ্রার্থীদের যে বৈঠকের কথা রয়েছে, তাতেও ডাক পাননি তাঁরা। এই পরিস্থিতিতে আর কোনও আলোচনায় আগ্রহী নন এই শিবিরের আন্দোলনকারীরা। তাঁরা জানান, সকল যোগ্য কর্মপ্রার্থীদের নিয়োগ সম্পূর্ণ না হওয়া অব্দি অবস্থান চলবে।