SSC

এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলতে শুক্রবার ধর্নামঞ্চে অভিষেক!

এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে প্রতিবাদ মঞ্চে গিয়ে দেখা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৮:১৬
Share:
Advertisement

গত এক বছরের বেশি সময় ধরে এসএসসি চাকরিপ্রার্থীরা ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে ধর্নামঞ্চ তৈরি করে অবস্থান আন্দোলন করছেন। তাঁরা মূলত এসএলএসটি অর্থাৎ শারীরশিক্ষা, কর্মশিক্ষা বিষয়ে নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থী। তৃণমূল সূত্রে খবর, আন্দোলনকারীদের নেতা শহীদুল্লাহ্‌ নামে এক ব্যক্তির সঙ্গে ফোনে ইতিমধ্যেই কথা হয়েছে অভিষেকের দফতরের। প্রতিবাদীদের জানানো হয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক তাঁদের সঙ্গে কথা বলতে শুক্রবারই গাঁধী মূর্তির পাদদেশের ধর্নামঞ্চে যেতে পারেন। তবে অন্য একটি সূত্রের দাবি, গাঁধী মূর্তির পাদদেশে না-ও যেতে পারেন অভিষেক। চাকরিপ্রার্থীদের সঙ্গে অন্যত্রও দেখা করতে পারেন তিনি। অভিষেকের সেই কর্মসূচির কথা তাঁর দফতরের তরফে বৃহস্পতিবার রাতের মধ্যেই আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর।

আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ্ অভিষেকের দফতরের সঙ্গে ফোনে কথা হওয়ার কথা স্বীকার করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement