প্রতিবেদন: প্রচেতা পাঁজা
বৃহস্পতিবার বিকেলে শহিদ মিনারের পাদদেশে এসএসসি আন্দোলনকারীদের উৎখাত করতে অভিযান চালায় পুলিশ। আন্দোলনকারীদের অনেককে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় পুলিশ বাহিনী। শহিদ মিনারের নীচে ধর্নায় বসেছিলেন এসএসসির শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা। সেখানেই ছিলেন নূরজাহান খাতুন। তাঁর হার্টের একটা ভালভ নষ্ট হয়ে গিয়েছে। অর্থাভাবে ডাক্তারি পরামর্শ উপেক্ষা করেছেন। চিকিৎসা করাতে পারেননি। তবুও ‘পেটের জ্বালায়’ গত ৭০ দিন ধরে স্নেহের সন্তানকে কোলে নিয়ে শহিদ মিনারের নীচে অনশন চালিয়েছেন ওই চাকরিপ্রার্থী।
পুলিশি অভিযানের আকস্মিকতায় ভেঙে পড়েছেন নূরজাহান।