প্রতিবেদন: সুদীপ্তা
প্রতি বছরের মতো এ বারেও নির্ঘণ্ট মেনে, ঘড়ি ধরে প্রতিমা নিরঞ্জন হয়ে গেল শোভাবাজার রাজবাড়ির পুজোর। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নীলকণ্ঠ ওড়ানো বন্ধ হলেও তো আর ২৬৬ বছরের প্রথা বন্ধ হয় না। তাই গত বেশ কিছু বছরের মতো এ বারেও উড়ল গ্যাসবেলুনে বাঁধা শোলার নীলকণ্ঠ পাখি। ব্যান্ডপার্টির বাজনায় সরগরম হয়ে উঠল বাগবাজার ঘাট চত্বর। চার দিন বাপের বাড়ি ছুটি কাটিয়ে পুত্রকন্যা-সহ ফের কৈলাসে শিবের ঘর করতে চললেন উমা।