Sovabazar Rajbari Durga Puja

ব্যান্ডপার্টির বাজনার ছন্দে এগোল নৌকো, গঙ্গাপথে শিবের ঘরে ফিরছেন শোভাবাজারের উমা

শোলার নীলকণ্ঠ পাখি উড়িয়ে, জয়ধ্বনি আর উলু সহযোগে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হল বাগবাজার ঘাটে।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৫:৩৬
Share:
Advertisement

প্রতি বছরের মতো এ বারেও নির্ঘণ্ট মেনে, ঘড়ি ধরে প্রতিমা নিরঞ্জন হয়ে গেল শোভাবাজার রাজবাড়ির পুজোর। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নীলকণ্ঠ ওড়ানো বন্ধ হলেও তো আর ২৬৬ বছরের প্রথা বন্ধ হয় না। তাই গত বেশ কিছু বছরের মতো এ বারেও উড়ল গ্যাসবেলুনে বাঁধা শোলার নীলকণ্ঠ পাখি। ব্যান্ডপার্টির বাজনায় সরগরম হয়ে উঠল বাগবাজার ঘাট চত্বর। চার দিন বাপের বাড়ি ছুটি কাটিয়ে পুত্রকন্যা-সহ ফের কৈলাসে শিবের ঘর করতে চললেন উমা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement