সম্পাদনা: বিজন
দাঁতখড়কের কথা আমরা সকলেই জানি। চির পরিচিত দাঁতখড়কে সাধারণত খাওয়ার পরে দাঁতে আটকে থাকা খাবারের টুকরো পরিষ্কার করার কাজে ব্যবহার হয়। কিন্তু সেই দাঁতখড়কেই তেলে ভেজে মশলা মাখিয়ে তারিয়ে তারিয়ে খাচ্ছেন সাধারণ মানুষ। শুনেই চোখ কপালে উঠছে! টুথপিক ভাজাই এখন খাবারের নয়া ট্রেন্ড। আর তাতেই মজেছেন দক্ষিণ কোরিয়ার মানুষ। যদিও, দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রক এই খাবার নিয়ে একটি সতর্ক বার্তা জারি করেছে। দেশবাসীকে অনুরোধ করেছেন, ‘‘দয়া করে এই গুলি খাবেন না।’’