West Bengal Weather Update
বহু দিন বাদে শীতের টানা ‘ইনিংস’, উত্তুরে হাওয়ার পথ অবাধ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর
আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত টানা শীত উপভোগ করবে দক্ষিণবঙ্গ, জানাল আলিপুর হাওয়া অফিস।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৪১
উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে এ বঙ্গে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা
নেমেছে ১ থেকে ২ ডিগ্রি। টানা ১০-১২ দিন শীতের ‘স্পেল’ চলার পূর্বাভাস আবহাওয়া
দফতরের। আগামী কয়েক দিন বৃষ্টির কোনও আশঙ্কা নেই। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা
রয়েছে।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)