বিশ্ববাংলা সম্মেলনের সপ্তম বর্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজনে এই বারের নক্ষত্র সমাবেশে উপস্থিত ছিলেন মুকেশ অম্বানী, হর্ষবর্ধন নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কার মতো শিল্পোদ্যোগীরা। প্রথম বারের জন্য এই সম্মেলনে দেখা গেল বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। ডান দিকে মুকেশ অম্বানী এবং বাঁ দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বসিয়ে এই সম্মেলন পরিচালনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চে সভাপতিত্ব করেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। মঞ্চে নিজের স্বল্প বক্তৃতায় সৌরভ বলেন, “আমাকে এই বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) ধন্যবাদ। এই শহরকে আপনারা যে ভাবে ভালবাসা দিয়েছেন আগামীতেও তা বজায় থাকবে, আমি এটাই চাই।” মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ বলেন, ‘‘দিদি ব্যক্তিগত ভাবে সবার খেয়াল রাখেন। তাঁকে টেক্সট করলে এক মিনিটের মধ্যে উত্তর আসে।” নিজের বক্তৃতা প্রারম্ভেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘৩৫টি দেশ অংশগ্রহণ করেছে। ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, নেপাল, ভূটান, বাংলাদেশের মতো ১৭টি দেশ আমাদের এই বাণিজ্য সম্মলনে প্রত্যক্ষ সহযোগিতা করেছে। তাদের পার্টনার হিসাবে পেয়ে আমরা খুশি।” এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘‘সৌরভ খুবই জনপ্রিয়। রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য কাজ করছে। আমি সৌরভকে বাংলার অ্যাম্বাসাডর হিসাবে চাই।” নিজের হাতে সেই আবেদন পত্রও সৌরভের হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রয়েছেন শাহরুখ খান। মাঝে দলের সাংসদ তথা অভিনেতা দেবকে (দীপক অধিকারী) পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের তালিকায় যুক্ত হল ‘ঘরের ছেলে’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও।