প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: শুভদীপ ও সুমন, সম্পাদনা: সৌম্য
নান্দনিকতা এবং ইতিহাসের মেলবন্ধন সিমা আর্ট গ্যালারি। ঘুরে দেখলেন সোহিনী সেনগুপ্ত, সঙ্গে স্রবন্তী বন্দ্যোপাধ্যায়। অচেনা ইক্কত থেকে কোডপাড, কাঞ্জিভরম থেকে লখনউয়ের চিকন শাড়ি, সিমার ‘আর্ট অফ লাইফ’ প্রদর্শনী যেন ভারতের শাড়ি শিল্পের সম্ভার। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পী এবং তাঁদের সম্ভারকে এ বারের পুজোর সংগ্রহে রেখেছে সিমা। এমন শিল্পকর্ম যা সচরাচর দোকানে পাওয়া যায় না। আর সেই জায়গা থেকেই ওড়িশার হাতে বোনা শাড়িতে অক্ষরের দেখা মিলল। ইক্কত সিল্কের শাড়িতে জ্যামিতিক নকশা শাড়িকে অন্য মাত্রা দিল। সিমার গয়না আর সাজে মুগ্ধ সোহিনী বললেন, “আমি নিজেকে চিনতে পারছি না। সিমা বলেই এটা সম্ভব।”