প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত
ছ’ঋতু তো দূরের কথা, ছ’ঘণ্টাও রোদে-জলে এ রকম রাস্তার ধারে বসে থাকতে পারবেন তো সরকারি আধিকারিকেরা? ধর্নার ১০০০তম দিনে প্রশ্ন তুলছেন গান্ধীমূর্তির নীচে অবস্থানরত এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। তাঁদের প্রতি ‘বঞ্চনা’ প্রতিবাদে এ দিন মাথা কামিয়ে ফেলেছেন অনেকে। মাথা মুড়িয়ে প্রতিবাদ করলেন এক মহিলা চাকরিপ্রার্থীও। ভেঙে পড়লেন কান্নায়। আবেদন করলেন, অবিলম্বে তাঁর মতো চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হোক। শাসক এবং বিরোধীদের কাছে রাসমণি পাত্র নামে ওই চাকরিপ্রার্থীর আবেদন, ‘‘রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা সবাই আমাদের সমস্যার সমাধান করুন...। কেউ শুনতে পাচ্ছেন? আমাদের চাকরি দিন।’’