নয়ের দশক থেকে কলকাতা শহরে হু হু করে বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ে। আর ততোধিক ধুঁকতে শুরু করে পুরসভার স্কুলগুলি। বউবাজার এলাকার একটা সাদা দোতলা বাড়ি। সবুজ রঙের বড় বড় জানলা। জীর্ণ দশা বাড়ির। দেওয়াল জুড়ে মাথা চাড়া দিয়েছে বটের শিকড়, ডালপালা। এ’বাড়ির ঠিকানা ৩৭ নম্বর ডাক্তার জগবন্ধু লেন। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ড। এক সময় এই স্কুলে পড়ত প্রায় জনা চল্লিশ ছাত্রছাত্রী। আজ আর কেউ নেই।