Kabir Suman on Ustad Rashid Khan
রাশিদকে বাঙালি মনে করি তাই উস্তাদ বলব না, আচার্য বলব: কবীর সুমন
রাশিদ খানের মৃত্যুতে শোকাহত কবীর সুমন। প্রয়াত শিল্পীর সম্পর্কে তাঁর একান্ত ব্যক্তিগত মূল্যায়ন আনন্দবাজার অনলাইনের সঙ্গে ভাগ করেনিলেন এই বর্ষীয়ান জনপ্রিয় গায়ক।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ২২:১৯
মঙ্গলবার মাত্র ৫৬ বছর বয়সেই প্রয়াত খ্যাতনামা ভারতীয় শাস্ত্রীয়
সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। আনন্দবাজার অনলাইনের তরফে এ খবর প্রথম বার পেয়েছিলেন
জনপ্রিয় গায়ক কবীর সুমন। শোকসংবাদ শুনে রীতিমতো বাক্রুদ্ধ হয়ে
গেলেও ধীরে ধীরে রাশিদ খানকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণা করেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। সেই সঙ্গে শিল্পী হিসাবে রাশিদ খানের একান্ত নিজস্ব
মূল্যায়নও ভাগ করে নিলেন সুমন।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)