প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম
সন্দেশখালিতে বিজেপির কর্মসূচিতে ‘খলিস্তানি’ মন্তব্যের জের এ বার রাজভবনে। বৃহস্পতিবার দুপুরে শিখেদের সাত সদস্যের প্রতিনিধি দল পৌঁছয় রাজভবন। দু’ঘন্টার বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে কথা বলে অভিযোগপত্র জমা দেন তাঁরা। প্রতিনিধি দলের দাবি, রাজ্যপাল তাঁদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে চিঠি লিখবেন তিনি। এ ছাড়াও রাজভবনে শিখ সম্প্রদায়ের সম্মানে একটি বাগান তৈরি করা হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল। সেই বাগানে আগামী মার্চে ভগৎ সিংহের মূর্তি স্থাপন করা হবে বলেও জানিয়েছে রাজভবন।