Basanta Utsav

বন্ধ বিশ্বভারতীর বসন্ত উৎসব, তবুও ফাগুন হাওয়ায় ভেসে শান্তিনিকেতনে পাড়ি পর্যটকদের

টানা পাঁচ বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসবের আয়োজন থেকে বিরত রয়েছেন। তার জায়গা পূরণে শান্তিনিকেতনে এখন হাজারো ‘বেসরকারি’ বসন্ত উৎসব।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ১২:৩৩
Share:
Advertisement

পুজোর ছুটিতে পুরী বা গ্রীষ্মকালীন দার্জিলিং ভ্রমণের মতো দোলে শান্তিনিকেতনমুখী হওয়া বাঙালির পুরনো রীতি। সময়ের সঙ্গে সঙ্গে পুরী-দার্জিলিংয়ের প্রতিদ্বন্দ্বী তৈরি হলেও, বসন্ত উৎসবে শান্তিনিকেতনের 'ভাত মারতে' পারেনি কোনও অর্বাচীন। ২০২০-র কোভিডকাল থেকে ক্যাম্পাসে বসন্ত উৎসবের আয়োজন বন্ধ রেখেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা বলে কি শান্তিনিকেতন মধুমাসের উদ্‌যাপনে মাতবে না! রবি ঠাকুরের পাড়ায় তাই এখন অলিতেগলিতে বসন্ত উৎসব। বেসরকারি সংস্থা বা এলাকাবাসী নিজেরাই আশ্রমের ঢঙে বসন্ত উৎসবের আয়োজন করছেন। আর তাতেই ভিড় করছেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা রংপিপাসুরা। পুরনো অভ্যাসবশে, আশ্রমের আশেপাশে রাস্তার ধারে বসে রবিগানে মেতে উঠছেন শান্তিনিকেতনবাসীও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement