পুজোর ছুটিতে পুরী বা গ্রীষ্মকালীন দার্জিলিং ভ্রমণের মতো দোলে শান্তিনিকেতনমুখী হওয়া বাঙালির পুরনো রীতি। সময়ের সঙ্গে সঙ্গে পুরী-দার্জিলিংয়ের প্রতিদ্বন্দ্বী তৈরি হলেও, বসন্ত উৎসবে শান্তিনিকেতনের 'ভাত মারতে' পারেনি কোনও অর্বাচীন। ২০২০-র কোভিডকাল থেকে ক্যাম্পাসে বসন্ত উৎসবের আয়োজন বন্ধ রেখেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা বলে কি শান্তিনিকেতন মধুমাসের উদ্যাপনে মাতবে না! রবি ঠাকুরের পাড়ায় তাই এখন অলিতেগলিতে বসন্ত উৎসব। বেসরকারি সংস্থা বা এলাকাবাসী নিজেরাই আশ্রমের ঢঙে বসন্ত উৎসবের আয়োজন করছেন। আর তাতেই ভিড় করছেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা রংপিপাসুরা। পুরনো অভ্যাসবশে, আশ্রমের আশেপাশে রাস্তার ধারে বসে রবিগানে মেতে উঠছেন শান্তিনিকেতনবাসীও।