ভয়াবহ বন্যার কবলে উত্তর ভারত। হিমাচলে মৃত ১০০-র বেশি। ৫৮৬টি বাড়ি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। বিভিন্ন বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। বিভিন্ন বহুতল এবং যানবাহন ক্ষতিগ্রস্ত। বেশিরভাগ রাস্তা এখনও সম্পূর্ণ ভাবে বন্ধ। প্রবল বৃষ্টির কারণে স্কুল গুলিতে ছুটি ঘোষণা করেছে সরকার। ২২ থেকে ২৫শে জুলাই হিমচলপ্রদেশে বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় পালমপুর এলাকায় ১৪৭ মিমি বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে দিল্লির যমুনা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ৩৬০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।