ফের পঞ্জাব-হরিয়ানার সীমানা পেরিয়ে রাজধানীতে ঢোকার চেষ্টা আন্দোলনকারী কৃষকদের। বুধবার প্রায় ১৪ হাজার কৃষক শম্ভু সীমানা পার হতে গেলে পুলিশ ও আধাসেনার সঙ্গে সংঘর্ষ বাধে। আন্দোলনকারীদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পাল্টা, ট্র্যাক্টরগুলিকে ‘অস্থায়ী ট্যাঙ্কে’র মতো ঢাল বানিয়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করছেন কৃষকেরা।
কেন্দ্রীয় সরকার বার বার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে ‘সমাধান’ খোঁজার চেষ্টা করেছে। কিন্তু পাঁচ বার বৈঠকে বসেও কোনও রফাসূত্র বার হয়নি। বুধবার ফের এক বার আন্দোলনকারীদের বৈঠকে বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা।