শ্রীরামপুরের একটি বেসরকারি প্রাথমিক স্কুলে প্রায় ২৫০ জন ছাত্র ছাত্রী রয়েছে। অভিযোগ, হঠাৎই বুধবার স্কুল কর্তৃপক্ষ স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কুল বন্ধের নোটিশ দেয়। সেই নোটিশ পাওয়ার পরে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকেরা। অভিভাবকদের দাবি, হঠাৎ করে পড়ুয়াদের নিয়ে তাঁরা কোথায় যাবেন? কোথায় ভর্তি করবেন? স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে ভাবনা চিন্তা করুন। স্কুল তাঁদের নোটিশ দিয়ে জানায়, ছাত্র-ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বিদ্যালয়ের মান পরিকাঠামো বজায় রাখা সম্ভব হচ্ছে না। তাই ২০২৪ শিক্ষা বর্ষে এই স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাঁরা আরও জানান, বাংলার শিক্ষা পোর্টালে প্রত্যেক ছাত্র ছাত্রীর নাম নথিভু্ক্ত করা আবশ্যিক। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। এই স্কুলের নাম রাজ্য সরকারের পোর্টালে নেই। তাই পড়ুয়াদের নাম নথিভুক্ত করা না হলে পরে সমস্যা হতে পারে।