২০১৩ সালে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ, অভিযোগের তদন্ত এবং বিচারের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে অভ্যন্তরীণ কমিটি বা ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি গঠন করার কথা বলেছিল ‘পশ’ আইন। সুপ্রিম কোর্টের বিশাখা নির্দেশিকা এবং ২০১৩-র সেই আইন অনুযায়ী ইউজিসি-ও বাধ্যতামূলক ভাবে সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি বা আইসিসি গঠন করার কথা বলেছিল। আরজি করে নানা আর্থিক দুর্নীতির পাশাপাশি, এই যৌন হেনস্থা প্রতিরোধক কমিটি নিয়েও বেনিয়মের অভিযোগ উঠল এ বার। সেই সূত্রেই ফের জড়িয়ে পড়ল সন্দীপ ঘোষের নাম।