আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলায় সিবিআই শনিবার রাতে গ্রেফতার করে ওই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। ঘটনার সময় অভিজিৎ টালা থানার ওসি হিসাবে কর্মরত ছিলেন। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সিবিআই দাবি করেছে, তথ্যপ্রমাণ লোপাটের। অকুস্থল বিকৃত করা হয়েছে বলেও সওয়াল করেছিল সিবিআই। দেরিতে এফআইআর করা নিয়েও প্রশ্ন উঠেছিল কোর্টে। সেই সব অভিযোগের ভিত্তিতেই শনিবার সন্দীপ এবং অভিজিৎ-কে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। রবিবার তাঁদের দু’জনকেই তোলা হয় শিয়ালদহ আদালতে। এ নিয়ে আরজি কর খুন-ধর্ষণকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। আদালত ধৃত সন্দীপ এবং ওসি অভিজিৎকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।