ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় ইউক্রেনে যুদ্ধ ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব রাশিয়ার প্রেসিডেন্টকে মানবতার খাতিরে ইউক্রেনের মাটি থেকে বাহিনী প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এ দিকে ইউক্রেনে জরুরি অবস্থা জারি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স্কি ইউক্রেনবাসীদের রাশিয়াকে প্রতিরোধ ডাক দিয়েছেন। সরকার সমস্ত স্বেচ্ছাসেবককে অস্ত্র সরবরাহ করবে। প্রাক্তন সেনাদেরও অস্ত্র ধরার ডাক দিয়েছেন জেলেন্স্কি।