Neem Phuler Modhu Set Visit
আবার বিয়ের পিঁড়িতে ‘পর্ণা-সৃজন’! টেলিপাড়ায় হইহই রব
টেলিপাড়ায় বিয়ের সানাই! ‘পর্ণা-সৃজন’-এর গায়ে হলুদ, গাঁটছড়ার দায়িত্বে ‘ফুলকি-রোহিত’
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ১৭:৩০
বিয়ের সানাই বাজল টেলি পাড়ায়। ফের গাঁটছড়া বাঁধছেন ‘পর্ণা-সৃজন’। গায়ে হলুদ থেকে শুরু করে গাঁটছড়া সব কিছুর দায়িত্বে ‘ঠাম্মি’ আর ‘ফুলকি-রোহিত’। বিয়েতে আর কী কী হচ্ছে, জানালেন রুবেল ও পল্লবী।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)