Mohan Bhagwat on Population
সঙ্ঘচালকের মুখে তিন সন্তানের নিদান, থমকে পড়া জিডিপি-র ভারতে আদৌ সম্ভব?
সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি করেন, ক্রমাগত যে হারে জনসংখ্যা কমছে, তাতে অন্তত তিন সন্তান না নিলে সমাজ পতনের সম্ভাবনা। তাই নবদম্পতিকে অন্তত তিনটি সন্তান জন্ম দেওয়ার আবেদন।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৬
শহরে তো বটেই আধা শহর, মফসসলেও সংসার ছোট রাখার কথা ভাবতে বাধ্য হচ্ছেন নতুন দম্পতিরা। কারণ, বাজারে কাজ নেই, চাকরি নেই। এই অবস্থায় দু’য়ের বেশি সন্তান জন্ম দেওয়ার পক্ষে সওয়াল ভাগবতের।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)