ইভিএম বিতর্কে ইন্ধন জোগাচ্ছে মহারাষ্ট্রের তিন গ্রাম। সোলাপুরের ছোট্ট গ্রাম মার্করবাড়ী। শরদ পাওয়ারের এনসিপি-র শক্ত ঘাঁটি। সেখানেই এত দিনের রেকর্ড ভেঙে বিজেপির প্রার্থীর জয়। ইভিএমে কারচুপির দাবি মার্করবাড়ীর বাসিন্দাদের। ৩ ডিসেম্বর পাল্টা ব্যালটে ভোটের আয়োজন করেন তাঁরা। মার্করবাড়ীর মতোই, ব্যালটে ফের ভোট চায় মহারাষ্ট্রের আরও দুই গ্রাম। ইভিএমে কারচুপি করা যায় না। সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন একাধিক বার আস্থা রাখতে বলেছে ভোট গোনার যন্ত্রে। মহারাষ্ট্র থেকে কি ইভিএম বিতর্কের দ্বিতীয় পর্যায় শুরু?