প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল। বিশ্বকাপে মূল পর্বের খেলা শুরু হওয়ার আগে ভারতীয় স্কোয়াডের চিন্তা বাড়াল ওপেনারের অসুস্থতা। তবে এখনও ছিটকে যাননি তিনি। চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে অধিনায়ক রোহিত বলে গেলেন, “শুভমন অসুস্থ। তবে কোনও চোট আঘাত নেই। সেরে ওঠার জন্য আমরা ওঁকে সময় দিচ্ছি। শুভমনকে সব সময় আমাদের নজরে রাখছি। চিন্তার কোনও কারণ নেই।” এর আগে শুভমনের অসুস্থতা নিয়ে একই রকম কথা শোনা গিয়েছিল কোচ রাহুল দ্রাবিড়ের মুখেও। শুক্রবারের সাংবাদিক বৈঠকে এসে রাহুল বলেছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন শুভমন। আগের থেকে তিনি উন্নতি করছেন বলেও জানিয়েছিলেন ভারতীয় কোচ। এখন প্রশ্ন, পুরোপুরি ফিট না হলে শুভমন খেলতে পারবেন না, সেক্ষেত্রে তাঁর জায়গায় ব্যাট করবে কে? বিশ্লেষকদের একাংশের মতে শুভমনের জায়গায় হয়ত রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিশনকে।