জামিন পেলেন রোদ্দূর রায়। তবে আগামী সাত দিন জেলেই থাকতে হবে ইউটিউবারকে। কেন না, মুখ্যমন্ত্রীকে কু-মন্তব্য মামলায় সোমবার রোদ্দূরকে অন্তর্বর্তী জামিন দেয় ব্যাঙ্কশাল কোর্ট। গত ৮ জুন গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার রোদ্দূরকে। এই মামলায় গত ৯ জুন থেকে পুলিশ হেফজতে ছিলেন তিনি। দু’হাজার টাকার বন্ডে রোদ্দূরকে জামিন দেওয়া হয়েছে। তবে এই মামলাটিতে জামিন পেলেও অন্য মামলাগুলিতে জামিন পাননি রোদ্দূর। ফলে আপাতত তাঁর মুক্তির সম্ভাবনা ক্ষীণ।