চিকিৎসকদের মতে, করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে। তাই ৮, ১০ ও ১২— সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার এই তিনটি বরো এলাকাই আপাতত প্রধান মাথাব্যথা কলকাতা পুরসভার। পুর স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত কয়েক দিন ধরে এই তিন বরো এলাকায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল একশোরও বেশি। যদিও রবিবার সেই সংখ্যা তুলনায় কমেছে। তবে পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা জানাচ্ছেন, দৈনিক আক্রান্তের সংখ্যা রোজই ওঠানামা করছে।