৪ সেপ্টেম্বর কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদীদের উপর তৃণমূলী হামলার প্রতিবাদ। গড়িয়া মোড় থেকে সুকান্ত সেতু পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় নিজের মতো ‘ছবিতায়’ প্রতিবাদ জানাল যাদবপুর আর্টিস্ট ফোরাম। রবিবার রাত ৯টা, গড়িয়া মোড় থেকে ছবি আঁকা শুরু করলেন শিল্পীরা। সেখান থেকে গাঙ্গুলিবাগান, বাঘাযতীন হয়ে ‘রংবাজি’ চলল সুকান্ত সেতু পর্যন্ত। ৫ কিলোমিটার দীর্ঘ রাস্তায় বাইপাস কানেক্টর, গাঙ্গুলিবাগান, বাঘাযতীন মোড়ে হল জমায়েত, চলল গান, কবিতা আর আঁকায় ভর করে প্রতিবাদ। গোটা রাস্তা জুড়েই লেখা হয় ‘জাস্টিস ফর আরজি কর’। কোথাও আবার লেখা হয়েছে, ‘কন্যাশ্রী চাই না’, ‘লক্ষ্মীর ভাণ্ডার চাই না’, ‘চাই বিচার’। আগমনীর প্রাক্বালে শহরের রাস্তা জুড়ে কেবলই বিচারের দাবি, ‘এ বার পুজো বিচার চেয়ে।’