মঙ্গলবার সকাল ৯টা থেকে আরজি কর হাসপাতালে অনশনে বসলেন ৭ চিকিৎসক। ১২ ঘণ্টার অনশন চলবে রাত ৯টা পর্যন্ত। এ দিন সাংবাদিক বৈঠকে অনশনরত চিকিৎসকেরা তোপ দাগেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ‘দুর্নীতি’ নিয়ে। ছয় জন জুনিয়র ডাক্তারের সঙ্গে ১২ ঘণ্টার অনশনে বসেছেন আরজি করের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার তাপস প্রামাণিক। কাউন্সিলের এথিক্স কমিটিতে অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের অন্তর্ভুক্তি নিয়ে তাঁর কটাক্ষ, “যাদের নিজেদের এথিক্স নেই, তারা পশ্চিমবঙ্গকে এথিক্স শেখাচ্ছে।”