আরজি কর-কাণ্ডের তিন মাস অতিক্রান্ত। ন্যায়বিচারের দাবিতে যাঁরা পথে নেমেছিলেন, তাঁরা আজও সন্তুষ্ট হতে পারেননি। এ দিকে সুপ্রিম কোর্টের নজরদারিতে ঘটনার তদন্ত করছে সিবিআই। নির্যাতিতা চিকিৎসকের জন্য ন্যায়বিচারের দাবিতে শনিবার দুপুর ৩টেয় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যেরা। মিছিল থেকে দ্রুত তদন্তপ্রক্রিয়া শেষ করার দাবি ওঠে। মিছিলে পা মেলান ন্যায়বিচারের দাবিতে ধর্মতলায় অনশন করা জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার, স্নিগ্ধা হাজরা, পরিচয় পণ্ডা, অনুষ্টুপ মুখোপাধ্যায়েরা। দেখা মিলেছে চৈতি ঘোষাল, দেবলীনা দত্তদের মতো টিভি তারকাদেরও। ছিলেন সাধারণ মানুষও। তবে, পরিচিত আন্দোলনকারী চিকিৎসকদের অনেককে দেখা যায়নি মিছিলে। সামনেই ডাক্তারির পরীক্ষা। সে কারণে অনেক জুনিয়র ডাক্তার অনুপস্থিত বলে জানিয়েছেন তাঁদের সহপাঠী, সহকর্মীরা।