প্রতিবেদন: স্বরলিপি, চিত্রগ্রহণ: অর্ণব, সম্পাদনা: ঋতুপর্ণা
সম্প্রতি বাংলাদেশের ‘রিকশ শিল্প’ ইউনেসকো থেকে বিশেষ খেতাব পেয়েছে। এই স্বীকৃতির জন্য বিগত ২০ বছর ধরে পরিশ্রম করছেন পোশাকশিল্পী বিবি রাসেল। ধনেখালির সঙ্গে কী ভাবে মিলে মিশে যেতে পারে কাফতান ড্রেস, হুডি টপ সেই নিয়েও কথা বললেন বিবি। তাঁর কথায়, “অনুকরণ করে কোনও শিল্পই এগিয়ে যেতে পারে না।”