কৃষ্ণনগরে বুধবার সকাল ১০টা থেকে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন শুরু হয়েছে। এ দিন বিকেলের আগেই তা শেষ হয়ে যাবে। তার পর সন্ধ্যা থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হবে। এ বছরও থাকছে কৃষ্ণনগরের প্রতিমা নিরঞ্জনের ঐতিহ্যশালী সাঙ। কাঁধে করে প্রতিমা নিরঞ্জন করা হয় কদমতলা ঘাটে। প্রতিমা নিরঞ্জনের জন্য বারোয়ারি পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ কিছু প্রতিমার জন্য প্রথম বার পরীক্ষামূলক ভাবে ‘গ্রিন করিডর’-এর ব্যবস্থা করছে পুলিশ। যদিও সময়মতো ভাসান শেষ করা নিয়ে ধন্দে রয়েছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর শহরকে ৫০টি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। আনা হয়েছে বাড়তি পুলিশকর্মী। ডিএসপি এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকেরা নজরদারির দায়িত্বে থাকবেন। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার এস অমরনাথ বলেন, ‘‘কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো সুসম্পন্ন করতে যা যা আগাম ব্যবস্থা নেওয়া যায়, সব নেওয়া হয়েছে। পুজোর দিন যেমন শান্তিপূর্ণ ভাবে কেটেছে, আশা করছি, ভাসান প্রক্রিয়াও শান্তিপূর্ণ ভাবে শেষ হবে।’’