প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অসীম
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল। আচার্য হিসাবে সিভি আনন্দ বোস অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন, রাজ্যের অমতে। রাজ্যপালের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব হয় রাজ্য। দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় শিক্ষা দফতর। শীর্ষ আদালত জানায়, রাজ্যপাল আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, আমরা যে আইনি সুবিচার চেয়েছিলাম সুপ্রিম কোর্ট তাতে সিলমোহর দিয়েছে।