প্রতিবেদন: সুদীপ্তা
রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ১০ দিনের ইডি হেফাজত। আদালতে সওয়াল জবাব চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী। ব্যাঙ্কশাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ২১ ঘণ্টা টানা তল্লাশির পর রাত পৌনে তিনটে নাগাদ রাজ্যের বর্তমান বনমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। সল্টলেকের বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর জ্যোতিপ্রিয় মল্লিককে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর বিচারক জ্যোতিপ্রিয় মল্লিকের ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাক্রমের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর আদালত থেকেই এসি অ্যাম্বুলেন্সে করে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে।