Jyotipriya Mallick

১০ দিনের ইডি হেফাজত, নির্দেশ শুনে আদালতেই অসুস্থ জ্যোতিপ্রিয়

আদালত চত্বরেই অসুস্থ জ্যোতিপ্রিয়। স্ট্রেচারে করে তোলা হল অ্যাম্বুলেন্সে। নিয়ে যাওয়া হল হাসপাতালে।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৮:৫৯
Share:
Advertisement

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ১০ দিনের ইডি হেফাজত। আদালতে সওয়াল জবাব চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী। ব্যাঙ্কশাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ২১ ঘণ্টা টানা তল্লাশির পর রাত পৌনে তিনটে নাগাদ রাজ্যের বর্তমান বনমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। সল্টলেকের বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর জ্যোতিপ্রিয় মল্লিককে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর বিচারক জ্যোতিপ্রিয় মল্লিকের ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাক্রমের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর আদালত থেকেই এসি অ্যাম্বুলেন্সে করে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement