মঙ্গলবার সকাল সকাল চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে রথের রশিতে টান পড়ল। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ ১৭৭৬ সালে এই রথযাত্রা শুরু করেছিলেন। প্রায় আড়াইশো বছর ধরে সেই রীতি চলছে। কথিত রয়েছে, পুরী যাওয়ার ইচ্ছা থাকলেও তিনি যেতে পারেননি। তার পরেই জগন্নাথ দেবের স্বপ্নাদেশে এই রথযাত্রার সূচনা করেন তিনি। আগে ছিল কাঠের রথ। ক্রমে তা ভেঙে যায়। স্থানীয় ব্যবসায়ীরা লোহা দিয়ে ৬০ টন ওজনের এই রথ তৈরি করান। রথ দেখতে মঙ্গলবার সকাল থেকেই মানুষের ঢল নেমেছে চন্দননগরে। নিয়ম মেনে সকালে রথের রশিতে প্রথম টান পড়েছে। বিকেল ৩টের সময় তালডাঙ্গায় মাসির বাড়ির উদ্দেশে জগন্নাথের যাত্রা শুরু হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপমহানাগরিক মুন্না আগরওয়াল।