প্রতিবেদন: স্রবন্তী, সম্পাদনা: ঋতুরাজ
পুজোয় প্রেমের গল্প পড়ছেন রণজয়। প্রেমের গল্প পড়তে পড়তে তাঁর মধ্যে ভালবাসার দৃশ্য জন্ম নেয়। পুজো মানে তাঁর কাছে বাঙালি সাজ। সুঠাম দেহের এই সাজের মধ্যেই তিনি বাংলাকে খুঁজে পান। প্রেম, সাজ আর পুজোর মধ্যে অবশ্যই তাঁর প্ল্যানিং-এ আছে ভিন্ন স্বাদের বাঙালি খাওয়া।