প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ ও সম্পাদনা: বিজন
বেঙ্গালুরুর সূচনা শেঠ, হুগলির শান্তা, গুন্টুরের হাসিনা সুলতানা— সম্প্রতি এই নামগুলি খবরের শিরোনামে এসেছে। কেউ স্টার্ট আপ সংস্থার সিইও, কেউ বা গৃহবধূ। আর্থ-সামাজিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ভৌগোলিক অবস্থান— কোনও দিক দিয়েই মিল নেই। তবুও এঁরা একসূত্রে গাঁথা। তিন জনেই নিজের সন্তানকে খুনের অভিযোগে অভিযুক্ত। কোনও মামলা চলছে, কেউ ইতিমধ্যেই দোষী সাব্যস্ত। মা অভিযুক্ত নিজের সন্তানকে খুনের দায়ে? এই ঘটনা কি বিচ্ছিন্ন কোনও ঘটনা, না কি নিজের সন্তানকে চিরদিনের মত সরিয়ে ফেলা মানুষের পক্ষে স্বাভাবিক? নেপথ্যে কি অন্য কোনও মানসিকতা কাজ করে? কী জানালেন মনোবিদ বসুন্ধরা গোস্বামী?