Women Entrepreneur

মেয়েরা ব্যবসা করবে! লোকে কী বলবে? মনোবিদের সঙ্গে আলোচনায় দুই উদ্যোগপতি

লক্ষ্মীপুজোর রেশ ধরে রাখতে ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ নামক পর্বে অনুত্তমার সঙ্গী হয়েছেন রুমি বিশ্বাস এবং মোনালিসা মান্না। তাঁরা দু’জনেই উদ্যোগপতি। রুমি এবং মোনালিসার গল্পের হাত ধরেই এগিয়েছে পর্ব।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৯:৫৬
Share:
Advertisement

সদ্য পেরিয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। কিছু দিন আগেই গেল কোজাগরী লক্ষ্মীপুজো। সামনেই দীপাবলি। চলছে উৎসবের মরসুম। এই উদ্‌যাপনের আবহে ‘লোকে কী বলবে’-র বিশেষ অনুষ্ঠানে প্রতি সোমবারের মতো এ দিনও ছিলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। তবে জীবনের জটিল কোনও সমস্যার সমাধান করতে নয়। বরং আড্ডা দিতে। সব উৎসবের সূত্রই হল আড্ডা। তবে আড্ডা তো আর একা হয় না। সম্ভবও নয়। তাই লক্ষ্মীপুজোর রেশ ধরে রাখতে ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ নামক পর্বে অনুত্তমার সঙ্গী হয়েছেন রুমি বিশ্বাস এবং মোনালিসা মান্না। তাঁরা দু’জনেই উদ্যোগপতি। নিজেদের উদ্যোগে দাঁড় করিয়েছেন ব্যবসা। সফলও হয়েছেন। রুমি এবং মোনালিসার গল্পের হাত ধরেই এগিয়েছে পর্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement