চাকরি না থাকলে দুর্বিষহ লাগে, কিন্তু চাকরি থাকলেও কি সব সময় সুখী থাকি আমরা? কখনও সহকর্মীর সঙ্গে মনোমালিন্য। কখনও বসের সঙ্গে অসুবিধা কখনও আবার প্রাতিষ্ঠানিক নিয়মের সঙ্গে মানিয়ে নিতে না পারা— নানা কারণেই আমাদের মনে হয় ইস, আজ যদি অফিসটা না থাকত! পরমুহূর্তেই আবার মনে হয়, কত লোকের তো চাকরিই নেই, এত সুখের চাকরি আমার ভাল লাগছে না, তা আর পাঁচ জনকে বলব কী করে! চাকরিজীবনের নানা সঙ্কট নানা বিপন্নতা নিয়ে আমরা অনেক সময়ই হিমসিম খাই। কিন্তু ইস্তফাই কি এক মাত্র সমাধান? না কি আরও কোনও পথ আছে— তা নিয়েই সোমবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘কী করে বলব? সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানের এই সপ্তাহের বিষয় ছিল ‘এই চাকরি ভাল লাগছে না’।